মা আসছেন, তৈরি ইলিশ!

ইলিশ ট্রুলি বং রেস্তোরাঁয় পুজোর বিশেষ মেনু

পুজোর মুডের সঙ্গে মানিয়ে খাঁটি বাঙালি রান্নায় সাজছে তাঁদের স্পেশ্যাল থালি

পুজোর থালিতে থাকছে গন্ধরাজ লেবুর সরবত, ভাত, ঘি, বাসন্তি পোলাও 

সঙ্গে ভাজাভুজি, কলকাতা ভেটকি ফ্রাই, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, নারকেল মুগ ডাল, ডাব চিংড়ি, ইলিশ ভাপা

More Stories.

পুজোয় মিষ্টির বাজার মাতাচ্ছে রসাল জলসা কালাকান্দ!

হাতে বাটা মশলার খাবার, পুজোয় এলাহি আয়োজন গঙ্গাবক্ষের 'এই' ভাসমান রেস্তোরাঁয়

এর সঙ্গে জুড়েছে ডাবের জল, পাঁঠার মাংস, কাঁচা আমের চাটনি, পাপড়, রাজভোগ, মিষ্টি দই এবং অবশ্যই পান

শুধু থালি নয়, থাকছে আলা কার্টের সুবিধা

সেখানে বিশেষত্ব সবুজ দ্বীপের কাঁকড়া, ভাপা ইলিশ, তেল কই, কাঁচা লঙ্কা মাংস, চিকেন ডাক বাংলো এবং আরও অনেক কিছু

এসবে কত খরচ? 

সবজি থালির দাম ৮১১টাকা, আমিষ থালি ১৫৫১টাকা৷ এরসঙ্গে জুড়ছে ট্যাক্স

পুজোর দিন চাইনিজ চাই? কী কী পদ থাকবে পাতে?