গতবছর সিলিকনের দুর্গা, এবছর প্ল‍্যাটফর্ম!

গতবছর সিলিকনের দুর্গা করে তাক লাগিয়ে দিয়েছিল বরানগর ন'পাড়া দাদাভাই সংঘের পুজো

এ বছর তাদের দুর্গাপুজোর থিমে ফুটে উঠছে প্ল্যাটফর্ম

"জীবন যুদ্ধে প্রত্যেকেই ছুটে চলেছে কোনও একটি প্লাটফর্ম পাওয়ার জন্যই" দাবি উদ্যোক্তাদের

লোহা, টিন, তার-সহ নানা জিনিস ব্যবহার করে ফুটিয়ে তোলা হচ্ছে মন্ডপ

More Stories.

নবপত্রিকা স্নান সম্পন্ন! সপ্তমীর সকালে উৎসবের আমেজে ভাসল রাজ্যের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম

পুজোর মণ্ডপে দিল্লির লালকেল্লা! রাজধানীর নিদর্শন দেখতে উপচে পড়া ভিড়

প্রতিমার চোখ এঁকেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ! কামারপুকুরের লাহাবাড়ির দুর্গাপুজোর ইতিহাস জানেন কি?

মহালয়ার দিন থেকেই খুলে গিয়েছে এই প্যান্ডেলের দরজা

প্রতিমার দায়িত্বে রয়েছেন শিল্পী সুবিমল দাস

গত বছর সিলিকনের দুর্গা বানিয়ে প্রশংসিত হয়েছিলেন তিনি

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন