এই 'সবজি'ই উকুনের যম! 

চুল পড়া থেকে পাকা চুল, খুসকি এই সব তো রয়েইছে তার মধ্যে মাথায় উকুন নিয়ে জেরবার অনেকেই৷ এটা এমনই একটা বিষয়, যা নিয়ে লজ্জায় মুখ খোলাও যায় না৷

সারাক্ষণ মাথা চুলকোতে চুলকোতে পাগল পাগল অবস্থা৷ যখন তখন মাথায় চুলকানি হলে তা লজ্জাতেও ফেলে দেয়৷ তবে উকুন শুধু চুলের ক্ষতি করে না বরং স্বাস্থ্যেরও কিন্তু ক্ষতি করে৷

উকুন বাসা বাঁধলে তা তাড়ানো ভীষণ ভাবে দরকার৷ বাজারে কিছু শ্যাম্পু তো রয়েছে যা দিয়ে উকুন তাড়াতে পারবেন খুব সহজেই তবে ঘরোয়া উপায়ে উকুন তাড়াতে চান  তারা এগুলিও ট্রাই করতে পারেন৷

ভিনিগার সকলেরই বাড়িতে রয়েছে৷ এই ভিনিগারে থাকা অ্যাসেটিক অ্যাসিড উকুনের বিষ৷ উচ্চ রক্ত শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।

ভিনিগার অল্প পরিমাণে নিয়ে মাথায় ভাল করে লাগিয়ে নিন৷ ১০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন৷ এতে উকুন থেকে উপকার পাবেন৷

অলেভ অয়েলের সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে নিয়ে মাথায় ভাল করে লাগিয়ে নিন৷ সারারাত চুলে  কাপড় জড়িয়ে রাখবেন৷ সকালে উঠে শ্যাম্পু করে নিন৷ একদিন বাদে বাদে এটা করলে উপকার পাবেন৷

রসুন থেঁতো করে নিয়ে লেবুর রসের সঙ্গে মিশিয়ে মাথায় লাগিয়ে নিন৷ আধ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন৷

রান্নাঘরের এই সব্জি উকুনের যম৷  পেঁয়াজে থাকা সালফার উকুন তাড়াতে দারুণ কাজ করে৷ পেঁয়াজ বেটে নিয়ে তার রস মাথায় লাগিয়ে ২ ঘন্টা রেখে দিলেই বাপ বাপ করে পালাবে উকুন৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন