কিডনির মহৌষধ! নিয়মিত পাতে রাখুন 'এই' ৫ ফল

হার্টের পাশাপাশি কিডনি হল মানবদেহের সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গের মধ্যে একটি৷ কিডনি সুস্থ রাখা সবচেয়ে বেশি জরুরি৷

এটি আমাদের শরীরে ছাঁকনির মতো কাজ করে৷ শরীরের ভিতরে থাকা দূষিত ও বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে দেহের বাইরে বার করে দিতে সাহায্য করে কিডনি৷

শুধু তাই নয়, দেহের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজেও কিডনির বিরাট অবদান রয়েছে৷

কিডনির কার্যকারিতা বজায় রাখতে এবং কিডনি ভাল রাখতে বেশ কিছু জিনিস মেনে চলা ভীষণ জরুরি৷ তেমনই যারা কিডনির রোগে আক্রান্ত তাদের আরও বেশি করে সচেতন হতে হবে৷

পটাশিয়াম বেশি রয়েছে এমন খাবার তাদের এড়িয়ে যাওয়াই ভাল কিডনি রোগীদের৷ তবে এমন কিছু ফল রয়েছে, যা নিয়মিত খেলে কিডনির অনেক উপকার পাবেন৷

আপেলে পটাসিয়াম ও ফসফরাস কম থাকে, তাই এই ফল কিডনির স্বাস্থ্যের জন্য ভাল৷

অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর ডালিম যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে ৷ এতে পটাসিয়াম বেশি, ফসফরাস ও সোডিয়াম কম থাকে৷ এটি কিডনির জন্য ভাল ৷

স্ট্রবেরি-ব্ল্যাকবেরি কিডনির জন্য দারুণ কাজ করে৷ এতে সোডিয়াম ও ফসফরাস কম থাকে৷

কমলালেবু, মুসাম্বি লেবু, আঙুর এই সাইট্রাস জাতীয় ফল কিডনির স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারি৷

আপনার যদি কোনও কিডনির অসুখ না থাকে তাহলে অনায়াসেই এই ফল খেতে পারেন৷  এতে থাকা স্বাস্থ্যকর চর্বি, ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্টের ভাল উৎস৷

নিজেকে সব সময় ক্লান্ত মনে হয়? ৫ খাবারেই মিলবে সমাধান