ডিমের গন্ধ দূর করুন: জানুন সেই সব টোটকা, যেগুলিতে বাসনপত্র হবে ডিমের গন্ধমুক্ত

ডিমের গন্ধ দূর করুন: বাসনের গায়ে মাখিয়ে নিন বেসন। তার পর হাল্কা হাতে ঘষে নিন

ডিমের গন্ধ দূর করুন: কিছুক্ষণ পর এই বাসন ভাল করে জলে ধুয়ে নিন। ডিমের গন্ধ চলে যাবে

ডিমের গন্ধ দূর করুন: বাসনে দিন বেকিং সোডা। কিছু ক্ষণ মাখিয়ে রাখুন বেকিং সোডা দিয়ে

ডিমের গন্ধ দূর করুন:তার পর সাবানে ধুয়ে শুকিয়ে নিন। বাসনে থাকবে না ডিমের গন্ধ

ডিমের গন্ধ দূর করুন: সম পরিমাণ জল ও ভিনিগার মিশিয়ে নিন। তাতে দিন এক চামচ লেবুর রস

ডিমের গন্ধ দূর করুন: এ বার এই মিশ্রণ দিয়ে পরিষ্কার করুন বাসন। যেমন পরিষ্কার হবে, তেমনই দূর হবে দুর্গন্ধ

ডিমের গন্ধ দূর করুন: পর্যাপ্ত পরিমাণে লেবুর রস মাখিয়ে রাখুন বাসনে। তার পর ভাল করে ধুয়ে নিন

ডিমের গন্ধ দূর করুন: জলে কফি মিশিয়ে তৈরি করুন মিশ্রণ। এ বার ওই মিশ্রণ দিয়ে স্ক্রাব করুন বাসন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন