বর্ষায় কি রোজ পাতে রাখছেন‌ বেগুন? বাড়তে পারে ঝুঁকি!

বর্ষায় বেগুন খাওয়ার ক্ষেত্রে বিশেষে সতর্ক করছেন চিকিৎসকরা

নাইটশেড সবজি হল বেগুন। এর মধ্যে থাকে সোলানাইন। যা শরীরের জন্য ক্ষতিকর। 

অত্যধিক মাত্রায় বেগুন খেলে ডায়রিয়া , বমি, বমি ভাবের মতো উপসর্গ দেখা যায়।

বর্ষায় বেগুনে পোকাও বেশি হয়। তাই এই সময় বেগুন এড়িয়ে যাওয়াই উচিত।

বর্ষায় বেগুনকে পোকামাকড় থেকে রক্ষা করতে ক্ষেতে রায়াসনিকও বেশি স্প্রে করা হয়।‌ 

বেগুনের সঙ্গে যুক্ত হয় ক্ষতিকর রাসায়নিক আর এর থেকে বাড়ে অ্যালার্জির সমস্যা।

শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিতে পারে।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন