বর্ষাকাল আসতেই চোখের সমস্যা বাড়তে শুরু করেছে হু হু করে। চোখ লাল টকটকে, সঙ্গে জ্বালাভাব, চুলকানি, চোখে জল পড়া এই সমস্যা এখন প্রতিটা ঘরে ঘরে৷
এই সমস্যাকে বলে কনজাংটিভাইটিস । জেলা হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে উভয়ের ওপিডিতেই প্রচণ্ড ভিড় বাড়ছে দিন দিন।
সম্প্রতি রোগীর সংখ্যা বাড়ার বিষয়ে গাজিয়াবাদ স্বাস্থ্য বিভাগ একটি গাইডলাইন জারি করেছে।
জেলা এমএমজি হাসপাতালের সিএমএস মনোজ চতুর্বেদী জানিয়েছেন যে ওপিডিতে ৩০ শতাংশ রোগী চোখের ব্যথার কারণে আসছেন। চোখের এই রোগ নিয়ে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ৷
এই সমস্যার কারণে চোখ লাল হয়ে যায়। চোখের উপরের স্তরেও ফোলাভাব দেখা দেয়।
কনজাংটিভাইটিস হলে অনেক সময়েই চোখের চারপাশের ত্বক ঝকঝকে হওয়াও একটি লক্ষণ ।
কনজাংটিভাইটিস হলে চোখে জল পড়া বা পুঁজ পড়ার মতো সমস্যা দেখা দেয়৷ বর্ষাকালে এটি আরও বেড়ে যায়৷
চোখে জ্বালা ও লালভাব হলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
Fill in some text
চোখে হাত দেওয়ার আগে হাত ভাল করে ধুয়ে নেওয়া জরুরি৷ এতে সংক্রমণের ঝুঁকি কমায়।
চোখে হাত দেওয়ার আগে হাত ভাল করে ধুয়ে নেওয়া জরুরি৷ এতে সংক্রমণের ঝুঁকি কমায়।
চোখে বারবার নোংরা হাত নেবেন না, চোখ চুলকাবেন না। প্রয়োজনে চশমা পড়ুন৷