চশমাকে আমরা সত্যিই বড় অবহেলা করি৷ আরও অবহেলা করি চশমা পরিষ্কার করার বিষয়কে৷
দেখতে অসুবিধা হলে, হাতের কাছে থাকা যে কোনও কাপড় দিয়েই কাচ পরিষ্কার করে ফেলি৷ কিন্তু এটা করতে গিয়েই চশমার কাচে স্ক্র্যাচ পড়ে যায়৷ যে দাগ আর ওঠে না৷
মাত্র ৫টি সহজ উপায়ে চশমার কাচ খুব ভাল ভাবে পরিষ্কার করতে পারবেন আপনি৷
বেকিং সোডা গরম জলে মিশিয়ে একটি মিহি মিশ্রণ তৈরি করুন৷ তারপর নরম সুতির কাপড় বা তুলোয় সেই মিশ্রণ লাগিয়ে চশমার কাচ ধীরে ধীরে পরিষ্কার করুন৷ একবার ধুয়ে ফেললেই দেখবেন নতুনের ঝকঝকে হয়ে যাবে৷
MoreStories.
আবার চিঠি! বিধানসভা না রাজভবন, কোথায় হবে শপথগ্রহণ?
নরম সুতির কাপড় বা তুলোয় টুথপেস্ট লাগিয়েও ধীরে ধীরে চশমার কাচ পরিষ্কার করতে পারেন৷ সবশেষে কলের জলের স্রোতের নীচে চশমা রেখে ধুয়ে নিতে হবে৷
কাজে দেয় লিক্যুইড সোপও৷ জলের স্প্রে দেওয়া যায় এমন কিছু পেলে, সেটি ও লিক্যুইড সোপের সাহায্যে চশমা পরিষ্কার করতে পারেন৷
স্যানিটাইজারের মতো অ্যালকোহল দিয়েও দুর্দান্ত পরিষ্কার করা যায় চশমা৷ ভিনিগারে বেকিং সোডা মিশিয়ে, সেই মিশ্রণ তুলো বা নরম সুতির কাপড়ে লাগিয়ে ধীরে ধীরে চশমার কাচ পরিষ্কার করতে পারেন