চশমার কাচ পরিষ্কার করুন সহজ ৬টি উপায়ে
আধুনিক লেন্সের যুগেও চশমার কদর কমেনি। দীর্ঘদিন ব্যবহারের পর চশমার কাচে ঘষা দাগ পড়ে যায়।
তা দেখতে যেমন খারাপ, তেমনই চোখের পক্ষেও ভাল নয়। দৃষ্টিপথে বাধা সৃষ্টি করে।
খুব সহজে এই দাগ তুলে ফেলা যেতে পারে। কেমন করে দেখে নেওয়া যাক
টুথপেস্ট— কাপড় বা তুলোয় টুথপেস্ট নিয়ে মুছতে হবে। পরিষ্কার কাপড় দিয়ে আবার মুছে নিন।
বেকিং সোডা— গরম জল দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে পরিষ্কার করুন।
সাদা ভিনেগার— সাদা ভিনেগারে বেকিং সোডা মিশিয়ে সাদা ফেনা হওয়ার পর তুলো বা নরম কাপড় ভিজিয়ে পরিষ্কার করুন।
এরোসল স্প্রে— তরল সাবানের সঙ্গে কয়েক ফোঁটা এরোসল স্প্রে মিশিয়ে মুছে ফেলতে হবে চশমার কাচ।
কার ওয়াক্স— নরম কাপড়ে লাগিয়ে মুছতে হবে। পরে কাচে লেগে থাকা মোম পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফেলুন।
রাবিং অ্যালকোহল— বেকিং সোডার সঙ্গে রাবিং অ্যালকোহল মিশিয়েও চশমার কাচ খুব ভাল ভাবে পরিষ্কার করে ফেলা যায়।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন