Fill in some text
চোখ পিটপিট করে মাঝেমধ্যেই? তা হলে এবার সাবধান হওয়ার সময়।
অনেকেরই চোখ লাফানোর সমস্যা রয়েছে। এই সমস্যা কিন্তু হেলা
ফেলা করার মতো নয়।
ক্লান্তি বা ঘুমের অভাবে চোখ পিটপিট করতে পারে।
তবে শরীরে ভিটামিনের অভাবেও চোখ লাফানোর সমস্যা হয়।
শরীরে ভিটামিন বি টুয়েলভ-এর অভাবে এই সমস্যা হয়।
অনেক সময় শরীরে ভিটামিন ডি-র অভাবেও চোখ পিটপিট করে।
চোখ পিটপিট করলে আমরা অনেকেই তা এড়িয়ে যাই।
চোখ পিটপিট করার সমস্যাকে মেডিকেল টার্ম-এ মায়োকেমিয়া বলা হয়।
অনেকে চোখ লাফানো অশুভ বলেও মনে করে থাকেন।
এটি একটি সাধারণ সমস্যা। তবে কোনওভাবেই তা এড়িয়ে যাওয়া উচিৎ নয়।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন