এই খবারগুলির থেকে অ্যালার্জি হয়!
অনেক ক্ষেত্রেই খাবার থেকে অ্যালার্জি হয়। বিভিন্ন মানুষের বিভিন্ন খাবারে অ্যালার্জি হয়।
যাঁরা মাঝেমাঝেই অ্যালার্জিতে ভোগেন, এই খাবারগুলো এড়িয়ে চলুন।
দুধ: দুধ খেলে কারো কারো অ্যালার্জির সমস্যা হয়।
ডিম: তবে ডিম খেলেও অ্যালার্জি দেখা দিতে পারে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে।
চীনাবাদাম: চীনাবাদাম এবং চীনাবাদামের তৈরি যে কোনও খাবার অনেকেই সহ্য করতে পারেন না।
শেল ফিশ: বিভিন্ন প্রকারের শেল ফিশ যেমন চিংড়ি, কাঁকড়া, ওয়েস্টার, শামুক জাতীয় খাবার খেলে অ্যালার্জি হয়।
গম বা গমের আটার তৈরি খাবার: গমের আটা, পাউরুটি খেলে অ্যালার্জি অনেকের মধ্যেই দেখা যায়।
কিছু সবজি ও ফল: বেগুন, ওল, কচুর, টম্যাটো, মতো কিছু সবজি থেকে যে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন