ডিপ ফ্রিজে থাকা মাছের জেদি বরফ গলবে নিমেষে

ডিপ ফ্রিজে রাখা মাছে বরফ জমে গিয়ে সেটি ছাড়াতেই বহু সময় চলে যায়

কীভাবে ফ্রিজে রাখা মাছের জেদি বরফ নিমেষে ছাড়িয়ে ফেলবেন জানেন?

ফ্রোজেন মাছ ঘরের তাপমাত্রায় এনে রান্না করতে বেশ সময় চলে যায়

ফ্রিজ থেকে মাছ বের করে সাধারণ জলে ডুবিয়ে রাখুন

More Stories.

আঁচিল কী? গোপনাঙ্গে আঁচিল থেকে কিন্তু ক্যানসার হতে পারে! অবশ্যই জানুন

চল্লিশে চালশে! চোখ ভাল রাখতে, দৃষ্টিশক্তি বাড়াতে রোজ খাদ্যতালিকায় রাখুন এগুলি

রক্ত জমাট বাঁধার ভয় পাচ্ছেন? খাদ্যাভ্যাসে জুড়ে দিন এগুলি, হার্টও ভাল থাকবে

মোটামুটি ৩০ মিনিট থেকে এক ঘণ্টায় বরফ গলে যাবে

প্রয়োজনে হালকা গরম জলও মাছের বাটিতে দিতে পারেন

অথবা জলের কল হাল্কা করে খুলে মাছের বাটি বসিয়ে রাখুন

এক ঘণ্টায় ঘরের তাপমাত্রায় চলে আসবে বরফজমা মাছ

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন