ভাদ্র মাসের শুক্লপক্ষ চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয়। টানা ১০ দিন ধরে ভগবান গণেশের পুজো করা হয়৷
চলতি বছর বেঙ্গালুরুর পুত্তেনাহাল্লিতে সত্য সাই গণপতি মন্দিরে বিরাট চমক রয়েছে।
প্রতি বছরই মন্দিরটি বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয়। এই বছরও জাঁকজমকভাবে সাজানো হয়েছে এই মন্দির।
গণেশ চতুর্থীতে বেঙ্গালুরুর পুত্তেনাহাল্লিতে সত্য সাই গণপতি মন্দিরে ২ কোটি টাকার নোট দিয়ে সাজানো হয়েছে। প্রতি বছর গণেশ পুজোর সময় সত্য সাই গণপতি মন্দিরকে বিভিন্নভাবে সাজানো হয়।
মন্দিরটি সাজাতে ২ কোটি টাকার নোট এবং ৫০ লক্ষ টাকার বেশি মূল্যের কয়েনের ব্যবহার করা হয়েছে। এতে ১০,২০, ৫০, ১০০, ২০০, ৫০০ টাকার নোট ব্যবহার করা হয়েছে।
২ কোটি টাকার মন্দিরের এই সাজের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মন্দিরে ২২ টি সিসিটিভি ক্যামেরা রাখা হয়েছে এবং সর্বক্ষণ কড়া নজরদাড়ি চলছে৷
তথ্য থেকে জানা গেছে, প্রচুর স্বেচ্ছাসেবক ও কর্মচারী মিলে মন্দিরটি সাজিয়েছেন। এটি প্রস্তুত করতে তিন মাস সময় লেগেছে।
প্রতি বছর গণেশ পূজা উৎসবের সময় সত্য সাই গণপতি মন্দিরকে বিভিন্নভাবে সাজানো হয়।