মাছ-মাংস-ডিম, টমেটো ছাড়া কোনও রান্নাই সম্ভব নয়

রাস্তায় বেরোলেই চাউমিন ,পাস্তা ,ম্যাগি নুডুলস কিংবা এগরোল সব কিছুতেই  টম্যাটো সস ছাড়া অনেকের মুখেই ঢোকে না।

আবার শেষ পাতে টমেটো, আমসত্ত্ব, খেঁজুরের চাটনি হলেও মন্দ হয় না।

টমটোর গুণ অনেক। হজমশক্তি বাড়ায়। অনেকে বলেন, নিয়মিত টমেটো খেলে যৌবন অনেকদিন ধরে রাখা যায়।

টমেটো পেটে ব্যাকটেরিয়ার হামলা থেকেও বাঁচায়।

সারা বিশ্বে বিভিন্ন জাতের টম্যাটো পাওয়া যায়।

পৃথিবীতে খুব কমই এমন কোনো রান্নাঘর আছে যেখানে টম্যাটো ব্যবহার করা হয় না

টমেটো দিয়ে বানানো সস একবার রান্না করে সারা বছর ফ্রিজে রেখে খেতে পারেন আপনি।

তবে হ্য়াঁ সবকিছুরই একটা এক্সপায়ারি ডেট থাকে। তা পেরিয়ে গেলে সেটা খাওয়া ঠিক নয় কিন্তু।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন