পার্লার নয়, ঘরে বসেই করুন ফাটাফাটি হেয়ার কালার

চুলে রঙ করা মানেই পার্লার যাওয়া, দামি হেয়ার কালার লাগানো, অর্থাৎ একগাদা টাকার ধাক্কা

ইচ্ছে থাকলেও তাই অনেকেই অনেক সময় এড়িয়ে যান

জেনে নিন বাড়ি বসেই মনের মতো রঙে চুলকে রাঙিয়ে তোলার সঠিক উপায়৷

বাড়িতে চুলে রং করার আগে প্যাচ টেস্ট করে নিন

এর জন্য একটি পাত্রে অল্প পরিমাণে রং মেশান। এই মিশ্রণটি একটু নিন এবং আপনার কানের পিছনের ত্বকে বা কব্জিতে লাগান। 

কমপক্ষে ২৪ ঘন্টা দেখুন কোনও অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে কিনা৷

বাজার থেকে যেই চুলের রঙই কিনুন না কেন, তাতে লেখা নির্দেশনাগুলো একবার ভাল করে পড়ে চুলে লাগান

নন-অ্যামোনিয়া হেয়ার কালার ব্যবহার করুন

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন