বেশিদিন বাঁচতে চাইলে 'এই' পাতা খান

কুমড়ো পাতা হৃদরোগ কমায়

কুমড়ো পাতা হাড় শক্ত করে

এই পাতায় থাকা ভিটামিন সি ইমিউনিটি বাড়ায়

কুমড়ো পাতা অন্ত্রকে ভাল রাখে

ভিটামিন- A-তে ভরপুর কুমড়ো আমাদের শরীরের জন্য বেশ উপকারি।

সবজি হিসেবে কুমড়ো আমাদের দেহের বিভিন্ন রকম পুষ্টির যোগান দিয়ে থাকে। কুমড়ো ফুলে অল্প মাত্রায় প্রোটিন পাওয়া যায়।

উচ্চমাত্রায় ফাইবার সমৃদ্ধ হওয়ায় এই ফুল আমাদের হজমে সাহায্য করে।

কুমড়ো ফুল চর্মরোগ প্রতিহত করতেও সাহায্য করে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন