মিষ্টি দেখলেই জিভে জল আসে অনেকের৷ তবে বর্তমানে নানা রোগের কারণে মিষ্টি খাওয়া শিকেয় উঠেছে৷ তেমনই মিষ্টির মধ্যে অন্যতম সেরা হল রসগোল্লা৷ জানেন কি, এই রসগোল্লা খেতেই শুধু সুস্বাদু নয়, এর অনেক গুণও রয়েছে৷
রসগোল্লা স্বাস্থ্যের জন্যও উপকারী বলে মনে করা হয়। মুখে দিলেই মিশে যায় তুলতুলে রসগোল্লা, যা শরীর ও মনকে তৃপ্ত করে৷ এটি খেলে নাকি ত্বকের উজ্জ্বলতাও বাড়ে।
রসগোল্লা খেলে শরীরে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়৷ স্বাদের দিক থেকে শুধু নয়, এটি শরীরের জন্যও উপকারী বলেও বিবেচিত৷