অন্যরকম চায়ের উপকারিতা

নেটল চা পান করা ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের প্রাকৃতিক উ‍ৎস

নেটল চা প্রাকৃতিকভাবে অ্যালার্জির লক্ষণগুলি কমাতে ব্যবহৃত হয়।

নেটল চা হজম করতে সাহায্য করে৷ 

নেটলের মধ্যে হাজির উপাদানগুলি প্রদাহ কমাতে এবং জয়েন্টের ব্যথা কমাতে পারে।

More Stories.

৭ দিনেই 'কুচকুচে' কালো চুল! ঘরোয়া পদ্ধতিতেই ৪ হাতেগরম সহজ টিপস! চুল হবে লম্বা-ঘন-মজবুত

বিছানাতে যাওয়ার আগেই ’জল’ খাচ্ছেন? ঠিক করছেন না ভুল? শুধু 'এই' নিয়মেই ম্যাজিক আসবে ঘুম! হাতেনাতে মিলবে ফল...

Mangal Dosh: আপনার রাশিতেও কি মঙ্গল দোষ আছে? হালকাভাবে নেবেন না, বড় বিপদ জীবনে দাঁড়িয়ে

 কিডনির সমস্যা কমাতে নেটল চা ভাল বলে মনে করা হয়।

কিছু গবেষণা প্রমাণিত হয়েছে যে নেটল চা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে।

যাঁদের হজমের সমস্যা রয়েছে তাঁরা নেটল চা খেতে পারেন৷ 

খুব বেশি প্রচলিত না হলেও নেটেল চা উপকারিতাগুলির জন্য বহু শতাব্দী আগে থেকেই ব্যবহার হচ্ছে৷

কালো চা তো নিয়মিতই খান, তাহলে এত ভাল গুণওলা  চা একবার কিনে দেখতেই পারেন৷

গ্রিন টি-রও গুণ বহু, তবুও শতাব্দী প্রাচীন এই  নিটল টি  ব্যবহার করতে বলেন ডায়াটেশিয়ানরা৷

আপনার রাশিতেও কি মঙ্গল দোষ আছে? হালকাভাবে নেবেন না, বড় বিপদ জীবনে দাঁড়িয়ে