শীতে শুষ্ক ত্বক, রুক্ষ চুলের সমাধান করবে ভিটামিন ই!

শীতের একটি বড় সমস‍্যা হল চুল এবং ত্বক ভাল রাখা

ঠান্ডার সময় চুলে বাড়ে খুশকির প্রবণতা। শুষ্ক আবহাওয়ায় ত্বকও হয়ে যায় রুক্ষ শুষ্ক। 

এইসব সব সমস‍্যার প্রতিকার করতে পারে একটি ভিটামিন

চুলের জন্য শরীরে ভিটামিন ই-র পরিমাণ সঠিক থাকা খুবই জরুরী

অন্যথায় চুল প্রাণহীন ও শুষ্ক হয়ে যায় এবং অবশেষে ভেঙ্গে যেতে শুরু করে

হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি থেকে গবেষণায় জানা যাচ্ছে

১৪ বছরের বেশি বয়সের একজন ব্যক্তির প্রতিদিন কমপক্ষে ১৫ মিলিগ্রাম ভিটামিন ই প্রয়োজন। 

শীতে শুষ্ক ত্বক, রুক্ষ চুলের সমাধান করবে ভিটামিন ই! খরচের চিন্তা নেই, পেয়ে যাবেন এইসব খাবারেই