চশমায় আটকায় Conjunctivitis?

চশমায় আটকায় Conjunctivitis?

Conjunctivitis, ইংরাজিতে এর অপর নাম পিঙ্ক আই ডিসিস৷ চোখ লাল হয়ে ফুলে যায়৷ ক্রমাগত জল পড়া, চোখ কটকট করা এই রোগের উপসর্গ৷

বর্তমানে Conjunctivitis-এর প্রকোপ বেড়েছে পশ্চিমবঙ্গে৷ প্রথমেই যে কথা জেনে রাখা দরকার, এই রোগ কিন্তু বেশ ছোঁয়াচে৷

আমাদের মধ্যে প্রচলিত ধারণা রয়েছে, Conjunctivitis-এ আক্রান্ত রোগীর চোখ দেখলেই তা অন্য মানুষে ছড়িয়ে পড়ে৷ সেই কারণে, রোগীকে সবসময় কালো চশমা পরে থাকার পরামর্শ দেন অনেকে৷

কিন্তু, সত্যিই কি এই ভাবে ছড়ায় Conjunctivitis? চমশা পরলেই কি আটকে যায় সংক্রমণ?

উত্তর হচ্ছে, না৷ আটকায় না৷ Conjunctivitis ছড়ায় আক্রান্ত ব্যক্তির রুমাল (যা দিয়ে উনি চোখ মুছছেন), তাঁর নিত্য প্রয়োজনীয় জিনিস (চোখে হাত দেওয়ার পরে যা যা উনি ছুঁচ্ছেন), মেক আপ, না ধোয়া গামছা বা টাওয়াল, বিছানার চাদর, বালিশের ওয়াড়ের মতো জিনিস থেকে৷

তবে Conjunctivitis এ আক্রান্ত কোনও ব্যক্তি অনেক সময় জোড়াল আলো সহ্য করতে পারেন না, সেক্ষেত্রে কালো চশমা চোখ

এমনকি, একই পরিবারের একাধিক সদস্য Conjunctivitis-এ আক্রান্ত হলে, তাদের আলাদা রুমাল এবং আই-ড্রপ ব্যবহার করা উচিত৷

ঘন ঘন চোখ রগড়াবেন না বা জোড়ে জোড়ে জলের ঝাপটা দেবেন না চোখে৷ এতে কোনও লাভ হয় না, বরং ক্ষতিই হয়৷ চিকিৎসকের পরামর্শ না নিয়ে কোনও আই ড্রপ ব্যবহার করবেন না৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন