শীতে খান মহৌষধ বাঁধাকপি, দারুণ ফল পাবেন!

শীতকাল মানেই বাঙালির পাতে বাঁধাকপি। আটপৌরে এই সব্জির গুণও প্রচুর

বদহজম, পেটফাঁপা, অম্বল, গ্যাস, কোষ্ঠকাঠিন্য থেকে আলসার-নানা ধরনের পেটের সমস্যায় উপকারী বাঁধাকপির রস

ডায়েটরি ফাইবার ও ভিটামিন সি ভরপুর এই সব্জি মধুমেহ রোগেও কার্যকর

ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামনি কে থাকায় হাড়ের যে কোনও সমস্যায় বাঁধাকপি গুরুত্বপূর্ণ

More Stories.

ভাল করে চিনুন পাতাগুলি, বাড়ির আশপাশেই রয়েছে এই লতানো গাছ! খেতে শুরু করলে ওষুধের খরচ কমবেই

বাথরুমে যান ফোন সঙ্গে নিয়ে? নিজের অজান্তেই ডেকে আনছেন বিপদ! সাবধান

ঘন ঘন জোয়ান খান? শরীরে এর ফলে কী হয় জানলে চমকে যাবেন!

ভিটামিন, মিনারেলস, অ্যান্টি অক্সিড্যান্ট সমৃদ্ধ বাঁধাকপি বাড়িয়ে তোলে রোগপ্রতিরোধ ক্ষমতা

ক্যারোটিনয়েডস প্রচুর পরিমাণে থাকার ফলে চোখের উজ্জ্বলতার জন্যও নিয়মিত খান বাঁধাকপি

বাঁধাকপিতে ফাইবার বেশি, ক্যালরি কম৷ বাড়িতে ওজম কমিয়ে রোগা হতে চাইলেও ডায়েটে রাখুন এই আনাজ

বাড়ির আশপাশেই রয়েছে এই লতানো গাছ! খেতে শুরু করলে ওষুধের খরচ কমবেই