আচমকা গলার স্বরের পরিবর্তন বড় রোগের লক্ষণ
আচমকা ও দীর্ঘদিন ধরে গলার স্বরে পরিবর্তন হলেও, অনেকে সজাগ নন
রোগের সংকেত যত তাড়াতাড়ি চেনা যাবে, ততই দ্রুত চিকিৎসকের সাহায্য নেওয়া যাবে
ঠান্ডা লেগে বা খুব চেঁচামেচি করে গলার স্বর পরিবর্তন হয়ে যাওয়া তো খুবই সাধারণ
কণ্ঠস্বরের পরিবর্তন বড় রোগের লক্ষণ, ইএনটির সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে
গলার স্বর পাল্টে যাওয়া মানে ভোকাল কর্ডের ছন্দে সমস্যা হচ্ছে
গলার স্বর পরিবর্তনের সবচেয়ে প্রচলিত কারণ হল ল্যারেনজাইটিস
সমস্যাটি যদি ক্রনিক হয়, তবে ভয়েস থেরাপিস্টের সাহায্য নেওয়া যেতে পারে
গলা ভেঙে যাওয়ার আরও একটি চিন্তার বিষয় হল ক্যানসার, অবশ্যই ডাক্তার দেখান
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন