মাঝেমধ‍্যেই মুখে ঘা, ঘরোয়া টোটকায় দু’দিনে মিলবে স্বস্তি

মুখে ঘা হলে জীবন কষ্টকর হয়ে ওঠে। জিভে, গালে বা ঠোঁটের ভিতরে ছোট ছোট ফোস্কা হয়।

এমনটা হলে খাওয়াদাওয়া প্রায় করা যায় না। এমনকী জল খেতেও কষ্ট হয়। অনেক সময় কথা বলতেও খুব কষ্ট হয়।

মুখের ঘা ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করলেই সেড়ে যেতে পারে।

হলুদের ঔষধি গুণের তুলনা নেই। হলুদ গুঁড়ো এবং সামান্য জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে ঘাঁ লাগাতে হবে।

More Stories.

খাবার খেলেই চোঁয়া ঢেকুর ওঠে? মেনে চলুন ৫টা টিপস, কাজ হবে ম্যাজিকের মতো, মিলবে স্বস্তি

দিনের পর দিন রান্না করে কড়াইয়ের নীচে কালি? ৫ উপায়ে দূর হবে জেদি দাগ

গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিয়ম বদলাচ্ছে! সরকারের বড় সিদ্ধান্ত

এক কাপ হালকা গরম জলে এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে সেটা মুখে নিয়ে ভাল করে কুলকুচি করতে হবে।

নারকেল দুধ মুখের ঘাগুলোতে প্রশান্তিদায়ক প্রভাব ফেলে।  প্রতিদিন ২ থেকে ৩ বার নারকেলর দুধে গার্গেল করতে হবে।

রোজ রাতে ঘুমনোর আগে আলসারের ওপর নারকেল তেল লাগালে কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমে যায়।

খাবার খেলেই চোঁয়া ঢেকুর ওঠে? মেনে চলুন ৫টা টিপস, কাজ হবে ম্যাজিকের মতো, মিলবে স্বস্তি