এই ৪ ঘরোয়া উপাদানেই ৭ দিনে দূর হবে ব্রণ, গ্যারান্টি!

মুখে দাগছোপ? ব্রণর সমস্যায় নাজেহাল? এদিকে সামনেই পুজো! চিন্তা করবেন না! এই ৪ ঘরোয়া উপাদান ব্যবহার করলেই ব্রণ পালাবে ৭ দিনে, ত্বক হবে ঝলমলে

অ্যালোভেরা জেল- তাজা অ্যালোভেরা জেল নিয়ে সেটা কপালে ঘষে ২০-৩০ মিনিট রেখে দিন। তারপর মুখ ধুয়ে নিন।

অ্যালোভেরা জেলের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকে। এটি ব্রণর সমস্যা দূর  করে।

টি ট্রি অয়েল- অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানে সমৃদ্ধ টি ট্রি অয়েল ব্রণ কমায়, ত্বক রাখে ঝলমলে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার সঙ্গেও লড়াই করে।

রাতে শুতে যাওয়ার আগে ২ ফোঁটা টি ট্রি অয়েল, ১ চামচ আমন্ড অয়েল অথবা নারকেল তেল মিশিয়ে ব্রণ-এ লাগান। পরেরদিন সকালে মুখ ধুয়ে ফেলুন। রোজ এমনটা করলে ব্রণ দূর হবে ৭ দিনে

পাতিলেবুর রস- ভিটামিন সি-এ সমৃদ্ধ পাতিলেবুর রস ব্রণর সমস্যা কমাতে ভীষণ কার্যকর। এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদাহ হিসেবে কাজ করে।

৩ চামচ জলের সঙ্গে ১ চামচ লেবুর রস মেশান। এরপর তুলোর বল দিয়ে সেটা মুখে লাগিয়ে নিন। ২০-৩০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এক সপ্তাহেই কামাল দেখবেন।

মধু- অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদানে সমৃদ্ধ মধু ব্রণর সমস্যা কমায়। প্রয়োজন মতো মধু নিয়ে কপালে ভালো করে মালিশ করুন। ২০-৩০ মিনিট লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

মুখে দাগছোপ? ব্রণর সমস্যায় নাজেহাল? এদিকে সামনেই পুজো! চিন্তা করবেন না! এই ৪ ঘরোয়া উপাদান ব্যবহার করলেই ব্রণ পালাবে ৭ দিনে, ত্বক হবে ঝলমলে