পুজোর মুখে সব কিছুর সঙ্গে চাই ঝকঝকে দাঁত৷ আপনার হাসিতে সবাই হবে মাত৷
দাঁতের হলুদ দাগ আপনার ঝকঝকে হাসির পথে বাধা হয়ে দাঁড়ায়৷ তাই সেটা ঠিক করুন৷
ঘরোয়া পদ্ধতিতেই আপনি আপনার শ্বেত-শুভ্র দাঁত ফেরত পেতে পারেন৷
একটা লেবুর রস যা আপনাকে প্রকৃত মূল হাসিটাকে সবার সামনে ফিরিয়ে দিতে পারে।
উত্তর কোরিয়ার কিম জং উন-এর বোন! পৃথিবীর ‘নিষ্ঠুরতম মহিলা’কেন তিনি, অবাক করা তথ্য
ডায়াবেটিসে কি কর্নফ্লেক্স খাওয়া বিপজ্জনক? জানুন পুষ্টিবিদের মত
একটু সুন্দর হাসির জন্য আমরা জীবনে অনেক ডাক্তার ও বিভিন্ন রকমের জিনিসপত্র ব্যবহার করে থাকি।
শুধুমাত্র হলদে দাঁতের জন্য কেউ কেউ লোকজনের সামনে অস্বস্তিবোধ করেন।
সাদা এক চিমটি নুন ও কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে মাজলে দাঁত সাদা হয়।
এছাড়া লেবুর খোসা দিয়ে আপনার দাঁত স্ক্রাবিং করতে পারেন। দেখবেন আপনার দাঁত সাদা ও ঝকঝকে হবে।