২০২৪-এর সেপ্টেম্বরের মধ্যে ২০ লক্ষ টাকা চাই? 

এখন কোন স্কিমে বিনিয়োগ করলে ২০২৪-এর সেপ্টেম্বরের মধ্যে ২০ লক্ষ টাকা পাবেন ।

নিরাপদ বিনিয়োগের পথেই হাঁটতে হবে। যদি ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ থাকে তাহলে অবিলম্বে তা সরিয়ে ডেট ফান্ডে আনা উচিত।

কারণ বাজার পড়লে অপেক্ষা করার মতো সময় হাতে থাকবে না।

ভাল ডেট ফান্ডে পরবর্তী ১২ মাসে মোটামুটি ৭ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত লাভ আশা করা যায়।

সে ক্ষেত্রে টাকা বেড়ে প্রায় ১০.২ লক্ষ হবে। বাকি টাকার ৭০ হাজার দিয়ে ব্যাঙ্কে রেকারিং ডিপোজিট বা ডেট ফন্ডে SIP শুরু করতে হবে।

বার্ষিক ৭.৫ শতাংশ রিটার্ন ধরলে এক বছরে প্রায় ৯ লক্ষ টাকা বাঁচবে।

বেশি রিটার্নের জন্য ভাল পারফরম্যান্সের স্কিমগুলোতে পোর্টফোলিও স্যুইচ করাতে চান। কীভাবে করা উচিত?

ফান্ড বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে কম পারফর্ম করছে কি না তা জানতে রোলিং রিটার্ন দেখা উচিত।

বাজারে যখন শেষ মুহূর্তের দর কষাকষি শুরু হয়, তখন সবার আগে সস্তার স্টকগুলোতেই নজর যায়।

ফলে আন্ডার পারফর্ম স্টকও হঠাৎ করে আউট পারফর্ম হতে শুরু করে। সম্পদ বরাদ্দে ভারসাম্য রাখতে পারলে মুনাফা আসবেই।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন