শিখুন আসল কেশর চেনার উপায় 

 সহজ উপায়ে চিনে নিন ভাল কেশর কোনটা?

 ভাল মানের কেশর কখনওই  সহজে ছেঁড়ে না।

আসল কেশরের স্বাদ খানিক তেঁতো হয়। মিষ্টি হলে নকল

ভাল  কেশরে সুন্দর, মৃদু ফুলের মতো  গন্ধ নির্গত হয়৷

More Stories.

ইঁদুরের যম, মাত্র ১০ টাকা খরচ করলেই ঘরের ত্রি সীমানায় থাকবে না, রইল বিশেষজ্ঞের পরামর্শ

প্রেশার কুকারে ডাল সেদ্ধ করলেই গলগল করে বেরিয়ে যাচ্ছে? ৪টে ঘরোয়া পদ্ধতিতেই কামাল

বর্ষায় কাপড়ে স্যাঁসসেঁতে ভাব কাটছে না? এই ঘরোয়া উপায়ে মেনে চলুন, বৃষ্টিতেও শুকনো খটখটে থাকবে জামা কাপড়, রইল ম্যাজিক টিপস

কেশরের ঘ্রাণ নিয়ে দেখেও বোঝা যাবে, আসল নকলের প্রভেদ৷

কেশর, সেই কোন রাজারাজরার সময় থেকে এর দর অতি বেশি৷

সেই সুদূর কাশ্মীরের উপত্যকায় কেশরের সবচেয়ে ভাল চাষ হয়৷

কেবল ত্বকের পরিচর্যা নয়, বিরিয়ানি হোক বা পায়েশজাফরানের গুরুত্ব অপরিসীম৷

বাজারে ভেজাল কেশর দেখে বোঝা ভার৷ এতে টাকা জলে যায়৷ ৷

প্রেশার কুকারে ডাল সেদ্ধ করলেই গলগল করে বেরিয়ে যাচ্ছে? ৪টে ঘরোয়া পদ্ধতিতেই কামাল

প্রেশার কুকারে ডাল সেদ্ধ করলেই গলগল করে বেরিয়ে যাচ্ছে? ৪টে ঘরোয়া পদ্ধতিতেই কামাল