ট্রেনের কত ধরনের হর্ন হয় জানেন? প্রতিটার মানে আলাদা

ওয়ান শর্ট হর্ন। অনেক সময় ছোট হর্ন দেন চালক। অর্থ দ্বিতীয় ইঞ্জিনের দরকার নেই। ট্রেন কারশেডে যাবে তখনও বাজানো হয়।

 টু শর্ট হর্ন- দুটি ছোট ছোট হর্ন দেওয়ার মানে গার্ডের কাছে ট্রেন ছাড়ার জন্য সিগন্যালের দাবি করছেন চালক।

থ্রি শর্ট হর্ন। তিনটি হর্ন বিপদের সংকেত। গার্ডকে ব্রেক কষার অনুরোধ করছেন চালক। অর্থ ট্রেন চালকের নিয়ন্ত্রণের বাইরে।

ফোর শর্ট হর্ন- চারবার শর্ট হর্ন বাজানোর অর্থ ট্রেনে যান্ত্রিক ত্রুটি রয়েছে ট্রেন।

ওয়ান লং ও ওয়ান শর্ট হর্ন-  ছোট ও লম্বা হর্ন দেওয়ার অর্থ ট্রেনের পিছনে থাকা ইঞ্জিনের সহযোগিতা দরকার।

টু লং, টু  শর্ট হর্ন- দু'বার লম্বা বাজিয়ে দু'টি দু'টি শর্ট হর্ন দিয়ে গার্ডকে ইঞ্জিনের নিয়ন্ত্রণ নিতে নির্দেশ দেন চালক।

লং হর্ন- দ্রুতগামী ট্রেন টানা হর্ন দেয়। গ্যালপিং লোকাল ট্রেনও এই হর্ন বাজায়। অর্থ ট্রেনটি স্টেশনে দাঁড়াবে না।

টু হর্ন, টু পজ-  রেলওয়ে ক্রসিং পার  করার সময়ে থেমে দু'টি হর্ন বাজায় ট্রেন।  টু লং, ওয়ান শর্ট হর্ন- ট্র্যাক বদলের সময় এই হর্নটি বাজায়।

টু শর্ট হর্ন, ওয়ান লং হর্ন- প্রথমে দু'টি ছোট হর্ন বাজিয়ে একটা লম্বা বাজানোর অর্থ কোনও যাত্রী চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করছেন বা ভ্যাকুয়াম ব্রেক কষেছেন গার্ড।

সিক্স শর্ট হর্ন:  পরপর ৬টি ছোট হর্ন বাজালে ধরে নিতে হবে বড় কোনও বিপদ। গার্ড ও যাত্রীদের সতর্ক করে দেন চালক।

নিজেকে সব সময় ক্লান্ত মনে হয়? ৫ খাবারেই মিলবে সমাধান