ডিফ্রস্ট করার অনেক কারণ রয়েছে। প্রথমে সেগুলো জেনে নিতে হবে।

ফ্রিজারের বরফ অনেকটা জায়গা ঘিরে থাকে। এই বরফ ফ্রিজের কাজে বাধা দেয়।

বরফের আস্তরণ ফ্রিজের কুলিং-এ প্রভাব ফেলে।

ফ্রিজে জমা বরফ বেশ কিছুদিন থাকলে তা থেকে দুর্গন্ধ বেরনোরও সম্ভাবনা থাকে। 

রেফ্রিজারেটর ডিফ্রোস্ট করার দুটি পদ্ধতি রয়েছে। 

অনেক ফ্রিজে ডিফ্রস্ট সুইচ থাকে। 

ম্যানুয়ালি ডিফ্রস্ট করতে চাইলে ফ্রিজ থেকে সমস্ত জিনিস সরিয়ে আনপ্লাগ করতে পারেন।

এখন প্রশ্ন হল, কখন রেফ্রিজারেটর ডিফ্রস্ট করা উচিত?

একেকটি ফ্রিজে একেক রকম প্রযুক্তি ব্যবহার করা হয়।

বছরে অন্তত ২ থেকে ৩ বার ফ্রিজ ডিফ্রস্ট করতে পারলে ভাল। ফ্রিজে বরফের আস্তরণ কতটা হয়েছে তা দেখে ডিফ্রস্ট করতে পারলে ভাল।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন