রান্নাঘরের ৪ উপাদানেই বেসিন হবে ঝকঝকে!

রান্নাঘএক-দুই টেবিল চামচ বেকিং সোডার এবং এক টেবিল চামচ লেবুর রস এক কাপ গরম জলে মিশিয়ে নিতে হবে।রের ৪ উপাদানেই বেসিন হবে ঝকঝকে!

তার পর সেই মিশ্রণটিকে বেসিনে ছিটিয়ে দিতে হবে। কিছুক্ষণ সেটিকে রেখে জল দিয়ে বেসিনটি ধুয়ে নিতে হবে।

ইনো এবং লেবুও বেসিন ঝকঝকে করে তোলার কাজে লাগে। এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে ইনো মিশিয়ে বেসিনে ছিটিয়ে দিতে হবে।

আধ ঘণ্টা পর স্পঞ্জ দিয়ে বেসিনটি ভাল করে পরিষ্কার করে নিতে হবে।।

প্রথমে বেসিনের পাইপে ফুটন্ত গরম জল ঢেলে দিতে হবে।

তার পর এক কাপ গরম জসে সাদা ভিনিগার মিশিয়ে সেটিকে পাইপে ঢেলে দিতে হবে। কিছু ক্ষণ পর জল দিয়ে পাইপটি ধুয়ে ফেলতে হবে।

রান্নাঘরে থাকা উপাদান দিয়ে বিনা খরচে এ ভাবেই বেসিন পরিষ্কার করা যেতে পারে।

এতে খাটনি এবং সময়, দুই-ই বাঁচে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন