একটি পাতিলেবুতেই মাইক্রোওয়েভ হবে নতুনের মতো ঝকঝকে!
মাইক্রোওয়েভ রোজই ব্যবহার করার কারণে খুব সহজেই তাতে তেলের আস্তরণ পড়ে যায়।
অনেক সময় তা পরিস্কার করতে বেগ পেতে হয়।
পাতিলেবু পরিস্কার করার কতটা কাজে লাগে, তা সকলেরই জানা।
পাতিলেবুর অ্যাসিড তেল পরিস্কার করতে সাহায্য করে।
এর সুবাস মাইক্রোওয়েভের খাবার গন্ধকে দূর করে।
কয়েক ফোঁটা পাতিলেবুর রস দু'তিন কাপ জলে মিশিয়ে নিতে হবে।
সেই মিশ্রণটিকে একটি পাত্রে রেখে তিন-চার মিনিট মাইক্রোওয়েভ করে নিতে হবে।
এতে মাইক্রোওয়েভের ভিতরে লেবুজলের বাষ্প ছড়িয়ে পড়ে।
তার পর মাইক্রোওয়েভ বন্ধ করে ভেজা কাপড় দিয়ে ভিতরের অংশটি মুছে নিতে হবে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন