FD-র রিটার্ন বাড়বে বহু গুণ, দেখে নিন কীভাবে

ফিক্সড ডিপোজিটে বিনিয়োগেরও কিছু কৌশল রয়েছে।

সুদের হার ঠিক থাকলেও এই কৌশলের উপরেই রিটার্ন নির্ভর করে।

যে সমস্ত ফিক্সড ডিপোজিটে চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়, সেখানে বিনিয়োগ করা উচিত। রিটার্ন বাড়বে।

সময়ের আগে এফডি ভাঙালে হবে না, লোন নেওয়া যেতে পারে ৷

ল্যাডারিং স্ট্র্যাটেজিতে সুদের হারকে কাজে লাগানো যায়। রিটার্ন বাড়াতে চাইলে এটা আদর্শ।

ল্যাডারিং স্ট্র্যাটেজিতে পাঁচ লাখ টাকাকে পাঁচ ভাগে ভাগ করে আলাদা আলাদা মেয়াদে বিনিয়োগ করা হয়।

১ লাখ টাকা ১ বছর, ২ লাখ টাকা ২ বছর এবং ৩ লাখ টাকা পাঁচ বছর মেয়াদে।

এক বছর পর ১ লাখ টাকার মেয়াদ শেষ হলে, সুদ সহ সেটা ফের চার বছরের জন্য বিনিয়োগ করতে হবে।

১ ভাবে ২ লাখ টাকাও সুদ সমেত ফের বিনিয়োগ। এতে লিকুইডিটি বজায় থাকছে। কাজে লাগানো যাচ্ছে সুদকেও।