১ মিনিটে ব্ল্যাকহেডসের সমস্যা থেকে মুক্তি!

পুজোর আগে ব্ল্যাকহেডসের সমস্যা? মুখের ও নাকের ছিদ্রে ময়লা?

হাত দিয়ে চাপ দিয়ে এগুলি পরিষ্কার করতে যান, প্রবল চাপের কারণে মুখে দাগ পড়ারও ভয় থাকে

ব্ল্যাকহেডসের সমস্যা থেকে রেহাই পেতে কিছু জিনিস খেয়াল রাখতে হবে

ব্ল্যাকহেডস দূর করতে নখ ব্যবহার করবেন না

মুখের ব্ল্যাকহেডস ত্বকের ভিতর থেকে গজায়। নখ ব্যবহারে ব্রণ হওয়ার ভয় থাকে 

ব্ল্যাকহেডসের জ্বালায় আমরা এতটাই বিরক্ত হই, যার কারণে আমরা হাত দিয়ে দূর করতে শুরু করি 

মুখে হাত দিলে ক্ষত হওয়ার ভয় থাকে, পরে মুখে দাগ পড়ে

বেকিং সোডার সঙ্গে দুটি চামচে কমলা লেবুর খোসা নিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন

মধু আর সি সল্ট একসঙ্গে লাগিয়ে, ব্ল্যাকহেডসের জায়গায় লাগিয়ে নিন। ৫ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন

এক চা চামচ জলে হলুদ মিশিয়ে ব্ল্যাকহেডসের জায়গায় লাগান উপকার পাবেন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন