বাড়ির এই উপাদানগুলি ফ্রিজের দুর্গন্ধের যম!
ফ্রিজে এক বাটি বেকিং সোডা রেখে দিন। এটি সব দুর্গন্ধ শুষে নেবে। এ ক্ষেত্রে লেবুও কাজে লাগতে পারে।
ফ্রিজের নানা কোণে কফি বিন রেখে দিতে পারেন। তার পর সারা রাত ফ্রিজের দরজা বন্ধ রাখতে হবে। পর দিন সকালে দুর্গন্ধ থাকবে না।
ফ্রিজের দুর্গন্ধ দূর করার ক্ষেত্রে কাজে লাগতে পারে ভ্যানিলা এসেন্স।
তুলোয় কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স নিয়ে তা ফ্রিজে রেখে দিলেই সমস্যার সমাধান হবে।
নুন দিয়ে ফ্রিজ পরিষ্কার করলে দুর্গন্ধ হয় না।
গরম জলে নুন মিশিয়ে একটি কাপড় দিয়ে ফ্রিজটি পরিষ্কার করে নিতে হবে। তা হলেই আর দুর্গন্ধ থাকবে না।
এক বাটি জলে কয়েক ফোঁটা ভিনিগার মিশিয়ে তা ফ্রিজে রেখে দিন।
এতেই ফল পাবেন। দুর্গন্ধ দূর হবে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন