বাঙালি মানেই মাছ-ভাতের দুপুর৷

তবে মাছ রান্না করার সময়ে হাতে মাছের একটা আঁশটে গন্ধ থাকে৷

হাতের আঁশটে গন্ধ দূর করার জন্য অন্যতম উপায় হল ভিনিগার আর বেকিং সোডা।

হাতের আঁশটে গন্ধ দূর করতে টুথপেস্ট খুবই জরুরি।

পাতিলেবু লাগালেও হাতের আঁশটে গন্ধ দূর হয়।

তাই হাত থেকে মাছের গন্ধ বের হলে ভয় পাওয়ার কিছুই নেই৷

ঘরের বাইরে বের বওয়ার আগে এই পদ্ধতিগুলি মেনে চলুন

লোকলজ্জার ভয় থাকবে না আর৷

বিয়ের পর পদবী পরিবর্তন করতে চাইলে কি পুরনো Aadhaar বাতিল?