রান্নাঘরে ওটা কী, ওমা আরশোলা

রাতের রান্নাবান্না, খাওয়াদাওয়া শেষ হওয়ার পর একবার আলো নিভলেই রান্নাঘর হয়ে ওঠে পোকামাকড়দের মুক্তাঞ্চল

Fill in some text

আরশোলা, টিকটিকি ঘুরে বেড়ায় চারদিকে

এর ফলে রোগ জীবাণুর ছড়িয়ে পড়ার আশঙ্কাও বেড়ে যায়৷ কীটনাশক না ছড়িয়ে প্রাকৃতিকভাবেও এই সমস্যার মোকাবিলা করতে পারেন

দিনে মাছি এবং রাতে আরশোলা, টিকটিকির উপদ্রব কমবে৷ জেনে নিন সহজ উপায়গুলো৷ কাঠের ক্যাবিনেটের চারধারে ছড়িয়ে দিন তেজপাতা৷ এতে পোকামাকড়ের উপদ্রব কমবে৷

রান্নাঘরের চারদিকে ছড়িয়ে দিন দারচিনির গুঁড়ো বা দারচিনির গুঁড়ো মেশানো জল৷ এটা পিঁপড়ে কমানোর অন্যতম সেরা টোটকা

দারচিনির গুঁড়োর গন্ধ যথেষ্ট জোরালো, তাই কাজও করে কামাল৷ 

কাঠের ক্যাবিনেটের চারধারে ছড়িয়ে দিন তেজপাতা৷ এতে পোকামাকড়ের উপদ্রব কমবে৷

Fill in some text

রান্নাঘরের কোনায় ছোট পাত্রে রাখুন কফিগুঁড়ো৷ এর কড়া গন্ধে পোকামাকড়ের উপদ্রব কমবে অনেকাংশে৷

রাতে সব কাজ হয়ে গেলে ভিনিগার ও বেকিং সোডার মিশ্রণ ছড়িয়ে দিন রান্নাঘরের কোণে ও বিশেষ করে সিঙ্কের চারপাশে৷

পর দিন সকালে ভাল করে মুছে পরিষ্কার করে নিন৷ পোকামাকড় দূর করতে খুবই ভাল টোটকা৷

পেঁয়াজের টুকরোর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে রাখুন আরশোলা যাওয়া আসার পথে৷ উপকার পাবেন৷

একটি বড়সড় লেবু মাঝবরাবর কেটে তাতে ২০–২৫টি লবঙ্গ গেঁথে ঘরে রেখে দিলেও মাছি কম আসবে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন