কীভাবে তুলতুলে হবে পাঁঠার মাংস, জানুন টিপস

বাজার থেকে পাঁঠার মাংস কেনার সময়ে খেয়াল করুন যেন পায়ের দিক থেকে মাংস কেটে দেওয়া হয়। 

এই ছিনার মাংসই সবচেয়ে সুস্বাদু হয় এবং সহজে সেদ্ধ হয়ে যায়। 

কী দিয়ে ম্যারিনেট করছেন, তার উপরও নির্ভর করে মাংস কতটা নরম হচ্ছে। 

দই দিয়ে ম্যারিনেট করতে পারেন। সঙ্গে যদি কাঁচা পেঁপে বাটা, লবণ, গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখতে পারেন, তা হলে আরও ভাল হয়।

ঘণ্টা তিনেক ধরে অল্প আঁচে মাংস কষিয়ে রান্না করলে সবচেয়ে নরম হয়। 

More Stories.

১ টাকাও খরচ হবে না, কিন্তু আয় করবেন ৪ লাখ টাকা, এই ব্যবসাগুলিতে বিপুল লাভ

সন্তান দত্তক নিতে চান! জেনে নিন সঠিক নিয়ম কানুন

কোনও ঝুঁকি নেই, নেই কোনও টেনশন! পোস্ট অফিসের এই স্কিমে রিটার্ন মেলে দ্বিগুণ

তবে এই পদ্ধতি সময়সাপেক্ষ। চাইলে আপনি ঘণ্টাখানেক কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিন।

খাসির মাংসের ক্ষেত্রে ৪-৫টা সিটি। তবে প্রথম সিটিটা পড়বে বেশি আঁচে। 

একটু রেওয়াজি খাসি যাঁরা পছন্দ করেন তাঁরা ৬-৭টা সিটি দিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দমে রেখে দিন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন