সন্ধের স্ন্যাক্সে হয়ে যাক মোগলাই, রইল সহজ রেসিপি

সন্ধের স্ন্যাক্সে হয়ে যাক মোগলাই, রইল সহজ রেসিপি

রাস্তার দোকানের মোগলাই পরোটা তো অনেক খেয়েছেন৷ কিন্তু কখনও বাড়িতে মোগলাই পরোটা বানানো ট্রাই করেছেন কি?

না জানি, কী তেল, কী ময়দা দিয়ে তৈরি হয়ে রোলের দোকানের সেই পরোটা৷ তার চেয়ে রেসিপি জেনে বাড়িতেই বানিয়ে ফেলুন না!

উপকরণ: ময়দা ১ কাপ, ডিম- ২টো, কাঁচালঙ্কা-২টো, ধনেপাতা-কুচনো, পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ, সাদা তেল- পরিমাণ মতো, গরম মশলা গুঁড়ো, নুন, গোল মরিচ, টক দই৷

টক দই, সামান্য নুন ও গরম জল দিয়ে ভালভাবে ময়দা মেখে নিন৷ তারপর ময়দা মাখার চারপাশে সাদা তেল মাখিয়ে, ভেজা কাপড় চাপা দিয়ে আধঘণ্টা রেখে দিন৷

More Stories.

আবার চিঠি! বিধানসভা না রাজভবন, কোথায় হবে শপথগ্রহণ? 

দুর্গাপুর-আসানসোল যেতে কত ভাড়া পড়বে পটনা-হাওড়া বন্দেভারতে?

নবান্ন থেকে রাজভবনে গেল আরও এক ‘রহস্যময়’ চিঠি! বয়ান নিয়ে হল গুরুত্বপূর্ণ বৈঠক

একটি পাত্রে ডিম ফাটিয়ে নিন, তারপর নুন, কাঁচা লঙ্কা, গোল মরিচ, ধনেপাতা, গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিন৷ এরপর ময়দা থেকে লেচি কেটে পাতলা করে চৌকো করে বেলে নিন৷ তারপর তার মাঝখানে ডিমের মিশ্রণ ঢেলে আঙুলে করে ছড়িয়ে দিন খানিক৷

 তারপর, পরোটা চারদিক থেকে খামের মতো মুড়ে ফেলুন৷ আগে থেকেই ফ্রাইং প্যানে বেশ অনেকটা তেল নিয়ে গরম করতে শুরু করে দেবেন কিন্তু৷

শেষে বেলে নেওয়া মোগলাই পরোটা সাবধানে তুলে ভাঁজের দিকটা তেলের দিকে দিয়ে ফ্রাইং প্যানে ছেড়ে দিন৷ ভাল করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে গরম গরম সার্ভ করুন৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন