হবে না আঠালো, রেস্টুরেন্টের মতো বিরিয়ানি বানিয়ে ফেলুন এই টোটকায়

বিরিয়ানির ভাত তৈরির সময় জলের পরিমাণ ঠিক রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

জল বেশি হয়ে গেলে বিরিয়ানি আঠালো হয়ে যাবে। 

আঠালো বিরিয়ানির স্বাদ মোটেই ভাল হয় না। 

চালের প্রকৃতি অনুযায়ী জল দিতে হয়। বিভিন্ন চালের ক্ষেত্রে জলের পরিমাণ আলাদা।

রেস্তোরাঁর মতো বিরিয়ানির স্বাদ আনতে চাইলে আচার দিতে হবে। 

More Stories.

১ টাকাও খরচ হবে না, কিন্তু আয় করবেন ৪ লাখ টাকা, এই ব্যবসাগুলিতে বিপুল লাভ

সন্তান দত্তক নিতে চান! জেনে নিন সঠিক নিয়ম কানুন

কোনও ঝুঁকি নেই, নেই কোনও টেনশন! পোস্ট অফিসের এই স্কিমে রিটার্ন মেলে দ্বিগুণ

আর বিরিয়ানি টেম্পার করার সময় দিতে হবে সরষের তেল। 

বিরিয়ানির স্বাদ বাড়াতে টম্যাটোর সঙ্গে দই ব্যবহার করা যায়। 

আর মাংস ম্যারিনেট করার সময় দই তো লাগবেই।

পাত্রে বিরিয়ানি বানানোর বদলে কুকার ব্যবহার করা সবচেয়ে ভাল। 

মাংস আর ভাত একসঙ্গে রান্না করা কখনওই উচিত নয়। দুটো আলাদা আলাদা রান্না করার পর মেশাতে হবে। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন