Fill in some text

অনেকেরই ধারণা, বেশ কয়েকবার ন্যাড়া হলে চুলের গ্রোথ ভাল হয়! এটা কি সত্যি?

চুল পড়া এখন সাধারণ সমস্যা। বহু মানুষ এই সমস্যায় জেরবার।

সাধারণত খাদ্যাভাস, জীবন-যাপনের ধরণের উপর চুলের স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে।

চুল পড়া শুরু হলে আগে কারণ খুঁজে বের করা দরকার। সেই মতো সমস্যার সমাধান করতে পারলে চুল পড়া সময়মতো রোদ করা যায়।

অনেক সময় চুল পড়া শুরু হলে অনেকে ভাবেন, মাথা কামিয়ে ফেললে হয়তো সমস্যা মিটে যাবে!

বিশেষজ্ঞরা বলছেন, ন্যাড়া হওয়ার সঙ্গে চুলের স্বাস্থ্যের কোনও যোগ নেই।

অনেক সময় ন্যাড়া হলে মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। এতে হিতে বিপরীত হতে পারে।

বারবার ন্যাড়া হলে চুল পড়ার সমস্যা নাও মিটতে পারে। তা ছাড়া ন্যাড়া হলেই পরে ঘন চুল হয়, এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত।

চুলের সমস্যা খুঁজে বের করাটাই আসল চ্যালেঞ্জ। সমস্যা খুঁজে বের করতে পারলে অকালে চুল পড়া রোধ করা যেতে পারে।

পুরুষ হোন বা নারী, এখন সারা পৃথিবীতে বহু মানুষ চুল পড়ার সমস্যায় জেরবার। ফলে অনেকেই দ্বিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ন্যাড়া হন। ভাবেন, এতে চুলের ভাল হবে!

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন