যদি সব হারানো জিনিসের মিসিং ডায়েরি করা যেত! তা হলে হয়তো ছাতার নাম থাকত সবার উপরে!

ছাতা হারানোর প্রবণতা রয়েছে অনেকের। জীবনে একাধিক ছাতা হারিয়েছেন, এমন অনেকে আছেন।

তবে মনোবিজ্ঞান বলছে, কিছু ব্যাপার মেনে চললে ছাতা আর হারাবে না।

আসলে বৃষ্টি বা রোদ না থাকলে আমাদের ছাতার কথা মনে পড়ে না। আর তাতেই লুকিয়ে টোটকা।

যে জিনিসের প্রয়োজন আমাদের নেই, আমরা সেটাই সাধারণত ভুলে যাই।

বৃষ্টি হলে ছাতা দরকার পড়ে। আবার বৃষ্টি কমলে আমরা সেটা ভুলে ফেলে আসি কোথাও।

একটু দামি, ভাল দেখতে ছাতা হলে সেটা আপনি কখনওই হারাতে চাইবেন না। ফলে ছাতার কথা মনে থাকবে।

ছাতা কোথাও নামিয়ে রাখবেন না। দরকার হলে কোলে রেখে দিন। 

ছাতা ভেজা হলে তা এমন জায়গায় রাখুন, যেখানে আপনার চোখ থাকে সব সময়।