পৃথিবীতে মদ না থাকলে কী হত?

পৃথিবীতে মদ্যপায়ীর সংখ্যা কম নয়৷ ভারতের কয়েকটি রাজ্যে মদ্যপান নিষিদ্ধ হলেও বেশিরভাগ রাজ্যেই সেটি চালু আছে৷

সেই পরিস্থিতিতে একটি দিন কল্পনা করতে পারেন, যেদিন পৃথিবীতে কোনও প্রকার মদ থাকবে না৷ তা হলে কী হবে? 

হোমো সেপিয়েন্স তৈরির আগে মাটিতে পড়ে থাকা পচনশীল ফল খেয়ে প্রথম অ্যালকোহলের স্বাদ পেয়েছিল প্রাণীকুল৷ 

পৃথিবীর বিভিন্ন দেশে মদ্যপান বন্ধ করা হয়েছে, কিন্তু দেখা গিয়েছে, তাতে বেড়ে গিয়েছে সে দেশে বিভিন্ন ধরনের মাদকের প্রকোপ৷ 

আন্তর্জাতিক হিসাব অনুসারে সারা পৃথিবীতে মদ্যপানের প্রতক্ষ্য বা পরোক্ষ কারণে মৃত্যু হয়৷ প্রতক্ষ্য কারণের ক্ষেত্রে বলতে হয়, প্রায় ৩৩ লক্ষ মানুষ মদ্যপানের ফলে শারীরিক অসুস্থতায় মারা যান

আবার পরোক্ষ হিসাবে দেখা গিয়েছে, আমেরিকায় কেবলমাত্র মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে প্রতিবছর ১০  হাজারের উপর মানুষের মৃত্যু হয়৷ 

মানুষের বিপুল কৃষিকাজেও প্রভাব পড়বে৷ বিপুল পরিমাণ শস্য ফলানো হয় মদ তৈরির কারণে৷ বন্ধ হলে এই বিপুল বাণিজ্যের ক্ষেত্রও বন্ধ হবে৷

নিজেকে সব সময় ক্লান্ত মনে হয়? ৫ খাবারেই মিলবে সমাধান