৬০ লাখ টাকা হোম লোন নেবেন? কত EMI দিতে হবে  

স্বপ্নের বাড়ি তৈরিতে হোম লোনই ভরসা। একলপ্তে মোটা টাকা বের করতে হয় না।

কিন্তু হোম লোন নিলেই তো হবে না, প্রতি মাসে ইএমআই দিতে হবে। লোন শোধ করতে হবে সুদ-সহ।

হোম লোনে সুদের হার একেক ব্যাঙ্কে একেক রকম।

তবে সরকারি ব্যাঙ্ক এসবিআই-কেই ভরসা করেন অধিকাংশ গ্রাহক।

এখন স্টেট ব্যাঙ্ক থেকে কেউ যদি ৩০ বছরের জন্য ৬০ লাখ টাকা হোম লোন নেন তাহলে প্রতি মাসে তাঁকে কত টাকা EMI  দিতে হবে দেখে নেওয়া যাক।

এসবিআই-তে হোম লোনে সুদের হার নির্ভর করে ক্রেডিট স্কোরের উপর।

ক্রেডিট স্কোর যদি ৭৫০-এর বেশি থাকে তাহলে মোটামুটি ৯.১৫ শতাংশ থেকে ৯.৬৫ শতাংশ সুদের হারে হোম লোন পাওয়া যায়।

এখন ধরা যাক, ৯.১৫ শতাংশ সুদের হারে ৩০ বছরের জন্য ৬০ লাখ টাকার হোম লোনের অনুমোদন মিলল।

 তাহলে তাঁকে প্রতি মাসে ৪৮,৯২৬ টাকার মাসিক ইএমআই দিতে হবে।

৩০ বছরে মোট সুদের পরিমাণ দাঁড়াবে ১.১৬ কোটি টাকা।

আর যদি কেউ ৩০ বছর মেয়াদে ২৫ লাখ টাকা হোম লোন নেন তাহলে তাঁকে মাসিক ২০,৩৮৬ টাকা ইএমআই দিতে হবে।

মহিলাদের জন্য এই বিশেষ স্কিম আপনার আছে ?