বিছানার কোন দিকে শুলে হয় মঙ্গল, দেখুন বাস্তু টিপস

আপনার ঘরের ঘাট অর্থাৎ শয্যা কোথায় আছে, তা ভাল করে দেখে নিয়েছেন?

বাস্তু মতে খাটের অবস্থান ও শোয়ার ভঙ্গির উপর বাস্তুর অনেক বিষয় নির্ভর করে৷

বাস্তু মতে দক্ষিণ দিকে মুখ করে শোওয়া হল আদর্শ অবস্থান৷

আপনি যেদিন থেকে দক্ষিণ দিকে মুখ করে শুতে শুরু করবেন, সেদিন থেকে আপনার উন্নতি হবে৷

দক্ষিণ দিকে শুলে আপনার ভাল ঘুম হতে পারে, তাতে আুনার শরীর সুস্থ থাকবে৷

যদি দেখা যায়, আপনার ঘরে ঠিক মতো ঘুমোতে পারছেন না, তা হলে এনার্জি ঠিক মতো নেই৷

আপনার ঘরে এনার্জি সার্কুলেশনের জন্য যদি ইচ্ছা হয়, তা হলে ঘরের এক কোনায় শুতে পারেন৷

আপনি বিবাহিত হলে, স্বামীর ডান দিকে শোয়া উচিত, স্ত্রীয়ের বাঁ-দিকে শোয়া উচিত৷

এগুলি মেনে চললে বাস্তু দোষ কেটে যায়, সে ক্ষেত্রে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন