অষ্টমবারের জন্য এশিয়া কাপ জিতে কোন কোন রেকর্ড গড়ল ভারত? জেনে নিন বিস্তারিত।

শ্রীলঙ্কার ৫১ রানের টার্গেট ৩৭ বলেই করে ফেলে টিম ইন্ডিয়া। ২৬৩ বল বাকি থাকতে জয় পায় ভারত।

যা ভারতের ওডিআই ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি বল বাকি থাকতে জয়।

একাধিক দেশের কোনও ওডিআই প্রতিযোগিতায় আজ পর্যন্ত কোনও দেশে এত বড় ব্যবধানে জেতেনি।

ওডিআইতে ১০০ ওভার অর্থাৎ ৬০০ বলের খেলা। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ শেষ হচে মোট লেগেছে ১২৯ বল।

সব থেকে কম বল খেলা এক দিনের ম্যাচের তালিকায় এশিয়া কাপ ২০২৩-এর ফাইনাল থাকবে তৃতীয় স্থানে।

রবিবার এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়েছে ১৫.২ ওভারে।

আইসিসি পুর্ণ সদস্যের দেশগুলির বিচারে সব থেকে কম ওভারে শেষ হওয়া ইনিংসের মধ্যে দ্বিতিয় স্থানে।

একদিনের ক্রিকেটে এটি শ্রীলঙ্কার সবথেকে কম ওভারের ইনিংস। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ১৬.৫ ওভারে।

রবিবার সেই রেকর্ড ভেঙে ১৫.২ ওভারে শ্রীলঙ্কাকে অলআউট করে আরও লজ্জা দিল টিম ইন্ডিয়া।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন