ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শতরান করে একাধিক রেকর্ড গড়েন বিরাট কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০তম ম্যাচে শতরান করে তা স্মরণীয় করে রাখলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ তম ম্যাচে শতরান করার নজির বিরাট কোহলি ছাড়া এর আগে কোনও ক্রিকেটারের নেই।
১০ জন ক্রিকেটার এর আগে ৫০০-র বেশি আন্তর্জাততিক ম্যাচ খেলেছে। কোহল্ ছাড়া কেউ মাইলস্টোন ম্যাচে ১০০ করেনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০তম ম্যাচে সর্বাধিক শতরানকারী ক্রিকেটারদের মধ্যেও শীর্ষে উঠে এলেন বিরাট কোহলি।
এক্ষেত্রেও ভাঙলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। ৫০০ তম ম্যাচ খেলাকালীন সচিনের শতরানের সংখ্যা ছিল ৭৫। বিরাট রোহলির সংখ্যা ৭৬।
টেস্ট কেরিয়ারে বিরাটের এটি ২৯তম শতরান। এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন ব্র্যাডম্যানকে। তাঁরও টেস্ট শতরান ২৯টি।
একইসঙ্গে বিরাট কোহলি টপকে গিয়েছেন মাইকেল ক্লার্ক, হাসিম আমলা, কেন উইলিয়ামসনদের ২৮টি শতরানের নজির।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে রানের নিরিখে পাঁচ নম্বরে উঠে এলেন বিরাট। টপকে গেলেন জ্যাক ক্যালিসকে।
বিরাট কোহলি প্রায় ৫ বছর পরে বিদেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি করলেন। ২০১৮ পার্থে অজিদের বিরুদ্ধে শেষ সেঞ্চুরি ছিল।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন