অসুস্থ অবস্থায় ট্রেনে গেলে টিকিটে ছাড় পাওয়া যায়

কত টাকা ছাড় পেতে পারেন? ৯৯ শতাংশ মানুষ খোঁজই রাখেন না

যদিও অসুস্থ কতটা তার উপরেই নির্ভর করে এই ছাড়। এক্ষেত্রে রোগ কী সেটি জানাতে হয় রেলকে

ক্যানসার রোগী এবং সঙ্গে থাকা একজন টিকিটে ছাড় পান স্লিপার এবং এসি তিন টায়ারে ১০০ শতাংশ

হার্ট সার্জারির জন্যে যদি ট্রেনে কোথাও যেতে হয় তাহলে ভাড়াতে ছাড় দেওয়া হয়

রেল সূত্রে খবর, সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস এসি ৩ টায়ার এবং এসি চেয়ার কারে ছাড় দেওয়া হয়

৭৫ শতাংশ পর্যন্ত টিকিটের উপর ছাড় পান রোগীরা। একই ভাবে ফার্স্ট এসি এবং এসি ২ টায়ারে ৫০ শতাংশ ছাড় পাওয়া যায়

টিবি রোগের চিকিৎসা করাতে যাচ্ছেন এমন রোগীরাও ছাড় পান রেলের টিকিটে। এমনকী তাঁর সঙ্গে থাকা যাত্রীরাও এই ছাড় পাবেন

তবে সংশ্লিষ্ট যাত্রী যে অসুস্থ সেই সংক্রান্ত প্রামাণ্য নথি রেলকে জমা দিতে হবে। ডাক্তারের সার্টিফিকেট কিংবা প্রেসক্রিপশন জমা দিতে বলতে পারে রেল

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন