শ্রীলঙ্কাকে হারিয়েএশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে পৌছ গেল ভারতীয় দল।

এদিন প্রথমে ব্যাট করে ৪৯.১ ওভারে ২১৩ রানে অলআউট হয়ে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন রোহিত শর্মা।

শ্রীলঙ্কার তরুণ বাঁ হাতি স্পিনার দিমুথ ওয়ালালাগে এদিন দুরন্ত বোলিং করেন। একাই ভারতের ৫টি উইকেট নেন তিনি।

কলম্বোর স্লো ও  স্পিনিং ট্র্যাকে এই টার্গেট তাড়া করা খুব একটা সোজা হবে না শ্রীলঙ্কার পক্ষে তা আগেই বোঝা গিয়েছিল।

২১৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।

শুরুর দিকে শ্রীলঙ্কাকে পরপর ঝটকা দেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। টপ অর্ডার ব্যাটারদের হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।

এরপর এদিনও অনবদ্য বোলিং করেন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। একসময় ৯৯ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল শ্রীলঙ্কার।

সেখান থেকে ধনঞ্জয়া ডি সিলভা ও দুনিথ ওয়ালালাগে ২ জন মিলে দলকে টানেন। ৬৩ রানের পার্টনারশিপ করে শ্রীলঙ্কাকে জয়ের আশা জাগিয়েছিলেন।

কিন্তু এই পার্টনারশিপ ভাঙতেই ফের ম্যাচে ফেরে ভারত। এরপর শ্রীলঙ্কার টেলেন্ডাররা ভারতের সামনে দাঁড়াতে পারেনি।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন কুলদীপ যাদব।  ১৭২ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৪১ রানে ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে ভারত।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন