একটা পাকা চুল তুললেই আরও হয়? এটা কি ঠিক?

একটা পাকা চুল তুললেই আরও হয়? এটা কি ঠিক?

বয়স হলে চুলে পাক ধরে৷ একথা আমরা সকলেই জানি৷ কিন্তু, আজকাল বয়সের আগেই আমাদের অনেকের চুলে পাক ধরে৷

এই সব ক্ষেত্রে একটা কথা আমরা প্রায়ই শুনে থাকি৷ একটা পাকা চুল তুললেই নাকি তার আশপাশে আরও ১০টা পাকা চুল জন্মায়৷ এটা কি সত্যি?

স্ক্যাল্পের যে অংশ দিয়ে চুল জন্মায়, সেই ফলিকলের চারপাশে মেলানোসাইট রয়েছে, যা মেলানিন তৈরি করে। এই মেলানিন চুলকে কালো রাখতে সাহায্য করে৷

এই মেলানিনের পরিমাণ কমতে শুরু করলেই চুলে ধূসরতা বাড়ে।

More Stories.

ডজন ডজন সাপ জট পাকিয়ে ঘরের মধ্যে!

বাঘের হামলায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা!

বিলুপ্তপ্রায় গাঙ্গেয় ডলফিন সংরক্ষণে উদ্যোগী বন দফতর

একটি চুলের ফলিকল দিয়ে একটিমাত্র চুলই গজায়। সুতরাং, আপনি যদি ওই এক-দুটো পাকা চুল ছিঁড়েও ফেলেন, সেই ফলিকল দিয়ে পুনরায় ধূসর চুলই গজাবে। 

তবে এতে আশেপাশে চুলে কোনও প্রভাব পড়ে না। যতক্ষণ না আপনার চুলের নিজস্ব রঙ্গক কোষগুলি মারা যায়, ততক্ষণ পর্যন্ত চুল সাদা হয় না। 

পাকা চুল গোড়া থেকে তুলে ফেলার পরও ওই ফলিকল থেকে ধূসর রঙের চুলই বেরয়। তাছাড়া, শুধু বয়সই নয়, খারাপ খাদ্যাভ্যাস, স্ট্রেস, জিনগত প্রভাবও থাকতে পারে এতে৷

চেনা গাছের অচেনা গুণ! প্রেশার-সুগার সবই রাখে নিয়ন্ত্রণে