মৌরি ফল না বীজ! জানেন?

মৌরি ফল না বীজ! জানেন?

মুখশুদ্ধি হিসাবে দারুণ প্রিয়৷ রান্নাবান্নাতেও বহুল ব্যবহৃত৷ বাঙালির কাছে মৌরি একটা আবেগ৷

কিন্তু, আমরা কি কোনওদিনও ভেবেছি যে, বাজার থেকে যে মৌরি আমরা কিনি, সেটা ফল না বীজ!

বিজ্ঞানীরা জানাচ্ছেন, মৌরি আসলে গাজর পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ৷ এটি বহুবর্ষজীবী৷ 

মৌরির বিজ্ঞানসম্মত নাম ফিনিকিউলাম ভালগারে৷ ফুল হয় হলুদ রঙের৷ পাতা পালকের মতো সরু সরু, সূক্ষ্ম৷

More Stories.

দেখে নিন UPI-এর মাধ্যমে পিন ফ্রি পেমেন্ট করার উপায়

মোবাইলের নেশায় পড়াশুনা-ঘুম-কাজ শিকেয়! অভ্যাস কাটবে এক লহমায়! হাতের মুঠোয় লুকিয়ে উপায়

গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিয়ম বদলাচ্ছে! সরকারের বড় সিদ্ধান্ত

মৌরির গন্ধের পিছনে রয়েছে একাধিক ভোলাটাইল ওয়েল৷ যেমন, ট্রান্স অ্যানেথোল, ইস্ট্রাগোল, ফেনকোন, লিমোনে৷ 

মৌরিতে বিভিন্ন ফাইটোকেমিক্যালও থাকে, যা মৌরির গন্ধের জন্য দায়ী৷ যেমন, রোসম্যারিনিক অ্যাসিড, লিউটেওলিন৷

আমরা যে মৌরি কিনি, তা আদতে একটি ফল৷ এই ধরনের ফল সিজোকার্প গোত্রীয়৷ প্রত্যেক ছোট্ট ফলের ভিতরে আরও ক্ষুদ্র বীজ থাকে৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন